জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারও রাজধানীতে উদ্ধার মৃতদেহ, জানা যায় রাজধানীর ভট্টপুকুর এলাকার এক পকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম (ডাক নাম) পানু দেব, বয়স ৪৬, বাড়ি ভট্ট পুকুর কালী টিলা এলাকায়।সোমবার সকালে শুকতারা এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় মৃত দেহকে দেখতে পায় এলাকাবাসী। পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ভিড় জমে যায়, খবর দেওয়া হয় বটতলা ফাঁড়ির পুলিশ কে। ঘটনাস্থলে বটতলা ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ শনাক্ত করানোর জন্য পরিবারের লোকদের ডাকা হয়। পরিবারের বড় ভাই মুন্না দেব ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করেন এবং তিনি সংবাদ মাধ্যমকে জানান তার ছোটভাই গতকাল রাত্রি ১১নাগাদ বাড়ি থেকে নিখোঁজ ছিল এবং তার কোনো শত্রু ছিল না। বাড়িতেই থাকে কোন কাজ করে না কিন্তু জলে ডুবে মৃত্যু নিয়ে শঙ্কিত। মৃতদেহটিকে জলাশয় থেকে তোলে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এদিন ঘটনার সম্পর্কে বলতে গিয়ে বটতলা ফাড়ির এএসআই রঞ্জিত দেববর্মা বলেন মৃতদেহ ময়না তদন্ত করা হবে তার পরে চিকিৎসক যে রিপোর্ট দেবে তা দেখে তদন্ত কার্য এগিয়ে নিয়ে যাবেন বলে জানান। উদ্ধার মৃতদেহ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারও রাজধানীতে উদ্ধার মৃতদেহ, জানা যায় রাজধানীর ভট্টপুকুর এলাকার এক পকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম (ডাক নাম) পানু দেব, বয়স ৪৬, বাড়ি ভট্ট পুকুর কালী টিলা এলাকায়।সোমবার সকালে শুকতারা এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় মৃত দেহকে দেখতে পায় এলাকাবাসী। পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ভিড় জমে যায়, খবর দেওয়া হয় বটতলা ফাঁড়ির পুলিশ কে। ঘটনাস্থলে বটতলা ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ শনাক্ত করানোর জন্য পরিবারের লোকদের ডাকা হয়। পরিবারের বড় ভাই মুন্না দেব ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করেন এবং তিনি সংবাদ মাধ্যমকে জানান তার ছোটভাই গতকাল রাত্রি ১১নাগাদ বাড়ি থেকে নিখোঁজ ছিল এবং তার কোনো শত্রু ছিল না। বাড়িতেই থাকে কোন কাজ করে না কিন্তু জলে ডুবে মৃত্যু নিয়ে শঙ্কিত। মৃতদেহটিকে জলাশয় থেকে তোলে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এদিন ঘটনার সম্পর্কে বলতে গিয়ে বটতলা ফাড়ির এএসআই রঞ্জিত দেববর্মা বলেন মৃতদেহ ময়না তদন্ত করা হবে তার পরে চিকিৎসক যে রিপোর্ট দেবে তা দেখে তদন্ত কার্য এগিয়ে নিয়ে যাবেন বলে জানান।
Leave feedback about this