জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশন রবিবার রাজ্যে রক্তের স্বল্পতার কথা মাথায় রেখে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। রবিবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জয়া ধানুক এবং জিবি হাসপাতালের জিবি হাসপাতালের সুপারসহ হেপাটাইটিস ফাউন্ডেশন এর সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিকসহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তার বক্তব্যে বলেন যে রাজ্যে রক্তের ঘাটতি রয়েছে, তাই এই মুহুর্তে এই ধরণের শিবির খুব প্রয়োজন। মেয়র রক্তদান শিবির আয়োজনের জন্য ত্রিপুরার হেপাটাইটিস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তাছাড়া “আপনার রক্তদান কারো মুখে একটি মূল্যবান হাসি দিতে পারে এবং প্রকৃত আশীর্বাদ পেতে পারেন। আমি আন্তরিকভাবে আমাদের রাজ্যের একটি বৃহৎ অংশ যুবক এবং সাধারণ জনগণকে রাজ্যের রক্তের সংকট কাটিয়ে উঠতে এগিয়ে আসার এবং রক্তদান করার জন্য আবেদন করছি”,বলে নিজ অভিমত ব্যাক্ত করেন মেয়র দীপক মজুমদার। এদিনের রক্তদান শিবিরের অংশ হিসেবে রক্তদাতাদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র দীপক মজুমদার। এদিনের শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
রাজ্য
আপনার রক্তদান কারো মুখে হাসি ফুটাতে পারে – দীপক মজুমদার
- by janatar kalam
- 2022-02-20
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this