জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- শনিবার মনিপুরের জিরিবামের নেতাজী উচ্চ বিদ্যালয়ে বিজেপি প্রার্থী শ্রী নামেইরাকপাম বুদ্ধচন্দ্র সিংজির সমর্থনে আয়োজিত একদিনের রাজনৈতিক সম্মেলনে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন মনিপুরের মুখ্যমন্ত্রী শ্রী এন বীরেন সিং আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন । আমি জানি তিনি ঠিক ততটাই আদর আপনাদেরও করেন। মনিপুরবাসীর সকল সমস্যার সমাধান একমাত্র কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার করতে পারে, কোন নির্দল প্রার্থী করতে পারবে না বলে জানান। তাছাড়া এদিন তিনি আরো বলেন প্রথমে করোনাকে মোকাবেলা করার জন্য কোন ঔষধ তৈরি হয়নি, টিকাকরণ তৈরি হয়নি, আমাদের কাছে একটাই উপায় ছিল ঘরে বসে থাকা । ঠিক তখন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদী দেশীয় উপায়ে টিকাকরণের আবিষ্কার করে দিয়ে ভারতবাসীকে বাঁচিয়েছিলেন। তাই এই সম্মেলনে বিশাল সংখ্যক জনতার উপস্থিতি প্রমাণ করে যে , প্রধানমন্ত্রী মোদীজি ও মুখ্যমন্ত্রী এন. বিরেন সিংজির বিকাশের মডেলের উপর তাঁদের কতটা বিশ্বাস আছে।
রাজ্য
প্রধানমন্ত্রীর উপর বিশ্বাসের প্রতিফলন মনিপুরের জনসভায় জনতার উপস্থিতি – বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2022-02-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this