2024-12-18
agartala,tripura
রাজ্য

হয়রানির শিকার খেঁটে খাওয়া মানুষ – শঙ্কর প্রসাদ দত্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলা শহরে সি আই টি ইউ পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে। রাজ্যের বিজেপি পরিচালিত সরকার শ্রমিকদের উপর হয়রানি করছে পাশাপাশি পৌরনিগম নির্বাচনকে প্রহসনে পরিণত করে পৌরনিগম দখল করেছে। এই পৌর নিগম গঠিত হবার পর আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে তথাকথিত আগরতলা সৌন্দর্যায়নের নামে তারা হকার উচ্ছেদের কাজ শুরু করেছে। আগরতলা শহরের সমস্ত মানুষ আগরতলা শহর সুন্দর হোক কিন্তু সুন্দর করার অর্থ এই নয় যে যারা রাস্তার পাশে সামান্য কিছু বিক্রি করে খাওয়ার ব্যবস্থা করে তাদেরকে ক্ষতি করা। বামফ্রন্ট সরকারের আমলে এরকম হয়নি বলে জানান সিআইডির রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। হ্যাকারদের উচ্ছেদ, বটতলা বাশবাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ নিয়ে বিক্ষোভ মিছিল করে সি আই টি ইউ এক প্রতিনিধি দল আগরতলা পৌর নিগমের অতিরিক্ত কমিশনারের নিকট তাদের দাবিগুলো তুলে দেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service