জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদর সাবডিভিশন এর অধীনে চারটি রেভিনিউ সেন্টার রয়েছে তাদের মধ্যে হল ডুকলি, আগরতলার সদর বরজলা রেভিনিউ সার্কেল এবং পূর্ব আগরতলা। আগরতলা শহরের ব্যস্ততম সার্কেল যার কারণে সেখানে নামজারি পেন্ডিং পড়ে রয়েছে সে গুলোকে দ্রুত নামজারি কারার জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়। নামজারিও জমির সমস্যা দীর্ঘ দিন যাবত ধরে জনগনের অসুবিধা হয়ে দারিয়েছে তাই জনগনের সুবিধার জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই বিশেষ শিবিরে শনিবার কম করে ও ছয়শতাধিক নামজারি ও জায়গার সমস্যা নিস্পতি করা হবে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভুষন দাস। তিনি আরো বলেন এই ধরনের সমস্যার জন্য পশ্চিম জেলার অন্যান জায়গায় তহশিলে ও এই শিবির করা হবে জাতে করে জনগনের সুবিধা হয়। এদিন অতিরিক্ত মহকুমা শাসক বিশেষ শিবিরে নিজে সহ অফিসের অন্যান্য আধিকারিকরা মিলে কাগজপত্র খতিয়ে দেখে জনগণের নামজারির ও জায়গা সম্পত্তির সমস্যা নিষ্পত্তি করেন।
রাজ্য
নামজারী শিবির অনুষ্ঠিত হল সদর মহকুমা শাসকের কার্যালয়ে
- by janatar kalam
- 2022-02-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this