জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 2018 সালের বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সি পি আই এম পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল সেরকম প্রতাপগড় অঞ্চল কমিটি পার্টি অফিসেও বন্ধ করে দিয়েছিল শাসক দল। প্রায় তিন বছর পর বুধবার পুনরায় সেই পার্টি অফিসটি খুললেন সিপিআইএম প্রতাপগড় অঞ্চল কমিটির কর্মীসমর্থকরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতাপগড় অঞ্চল কমিটির নারীনেত্রী সংবাদমাধ্যমকে বলেন জোট সরকার আসার পর রাজ্যের বিভিন্ন জায়গার বিরোধীদের পার্টি অফিস ভাংচুর ও অগ্নিদগ্ধ করার পাশাপাশি এই পার্টি অফিসও আগুন দিয়ে পোড়ানো হয়, বুধবার নিজেদের কর্মী সমর্থকরা এবং এলাকার জনগনের সহযোগীতায় এই পার্টি অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় খোলা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। এলাকার জনগনের এধরনের মানসিকতায় বুঝার অপেক্ষা রইলো না যে রাজ্যে এখনও বিরোধী সিপিআইএমের সমর্থক রয়েছে এবং এরা রক্তচক্ষুর ভয়ে স্তিমিত ছিল। কিন্তু ২০২৩ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কর্মী সমর্থকরা খোলস ছেড়ে বেরিয়ে আসছে নিজেদের প্রানপ্রিয় দলকে বিজয়ী করার লক্ষে।
রাজ্য
৩ বছর বাদে খোলা হল পার্টি অফিস
- by janatar kalam
- 2022-02-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this