জনতার কলম ত্রিপুরা আগরতলার প্রতিনিধিঃ- বুধবার ত্রিপুরা প্রদেশ জাতীয় মজদুর কংগ্রেস আই এন টি ইউ সি পক্ষ থেকে রাজ্যের শ্রমিক-কর্মচারীদের ৯দফা দাবি নিয়ে ৮জনের এক প্রতিনিধি দল আগরতলা অফিস লেন স্থিত শ্রমদপ্তর এর কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন। শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পরিবর্তনশীল বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তিত অবস্থার সঙ্গে সঙ্গে সংগতি বিধান করে শ্রমজীবী শ্রেণীর কল্যাণে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বদ্ধ। উদারীকরণ বিলগ্নিকরন মুক্তবাজার অর্থনীতি সর্বোপরি করোনাকালীন পরিস্থিতিতে সবচেয়ে বিপন্ন শ্রমজীবী অংশের মানুষ। কাজ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ একদিকে করুনার আতঙ্কে অপরদিকে ক্ষুধার জ্বালায় শ্রমজীবী অংশের মানুষের প্রাণ ওষ্ঠাগত। আশ্চর্যজনকভাবে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। রাজ্যের অধিকাংশ শ্রমজীবী অংশের মানুষ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত তাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের সরকার বা শ্রমদপ্তর এর কোন কার্যকরী পরিকল্পনা নেই ত্রিপুরায় চা বাগানের শ্রমিকরা যারা দেশের মধ্যে সর্বনিম্ন মজুরি পান এরা রাজ্য দপ্তরের অবহেলার শিকার। শ্রমিক কল্যাণে বিভিন্ন পরিকল্পনার রূপায়নে শ্রমদপ্তর যে সমস্ত বোর্ড ও কমিটি গঠন করেছে এগুলি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। অধিকাংশ কমিটিতে ভারতীয় মজদুর সংঘের সঠিক প্রতিনিধিত্ব নেই বহু কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও এ বাতিল করা হচ্ছে না এতে শ্রমিক স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে জানান ত্রিপুরা প্রদেশ জাতীয় কংগ্রেসের সভাপতি বিপ্লব কুমার রায়।
রাজ্য
শ্রম দপ্তরের দ্বারস্থ INTUC
- by janatar kalam
- 2022-02-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this