2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সুস্থ আছেন করোনা সংক্রমিত রোগিনী জানান মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার রাজধানীর জিবি ও আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । পর্যাপ্ত পরিমানে চিকিৎসা সামগ্রী ও সুরক্ষা সামগ্রী রয়েছে কিনা সে বিষয়ে ও তিনি খতিয়ে দেখেন । এদিন মুখ্যমন্ত্রী জানান জিবি হাসপাতালে পর্যাপ্ত পরিমানে সব কিছুই মজুত রয়েছে এবং গত কালকে যে নার্সরা পর্যাপ্ত পরিমানে কিছুওই নেই বলে বিভ্রান্তিমূলক মন্তব্য করেছেন তাদের বিরুধ্যে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এবং করোনা আক্রান্ত বেক্তির চিকিৎসার কাজে যেসব নার্স বা ডাক্তার নিয়োজিত রয়েছেন তাদের সাথে যদি কেও দুর্ব্যবহার করেন তাদের বিরুধ্যে করা পদক্ষেপ নেওয়াহবে। পাশাপাশি শ্রী দেব করুন আক্রান্ত রোগিনীর সাথে কথা বলেন ফোন করে এবং তিনি জানান আগে থেকে সুস্থ আছেন তিনি। এবং আগামীতে যা যা রিপোর্ট আসবে তা সব জানানো হবে ডাক্তারদের মাধ্যমে রোগীনিকে জানান মুখ্যমন্ত্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service