জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জে আর বি টি পরীক্ষার ৬ মাস অতিক্রম হবার পরও পরীক্ষার ফলাফল না পাওয়ায় বিগত কিছুদিন পূর্বে পরীক্ষার্থীরা দপ্তরে আধিকারীকদের সাথে কথা বলেন এবং আধিকারিকরা সপ্তাহ দু-একের মধ্যে ফলাফল ঘোষণা কিংবা দপ্তরের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানান। কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক আজ অবধি কোনটাই হয়নি, তাছাড়া সকলের মধ্যে পরীক্ষার ফলাফল নিয়ে নেগেটিভিটি চলে আসছে সুতরাং সবার মনে যেন পজিটিভিটি চলে আসে তার জন্য আজকে এখানে আসা বলে সংবাদমাধ্যমকে জানালেন জে আর বি টি এক পরীক্ষার্থী। তাছাড়া এদিন তিনি আরও বলেন রাজ্য সরকার রাজ্যের বেকারদের জন্য অনেক কিছু করেছেন সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, তাই তাদের পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে সে বিষয়ে যেন দপ্তর সঠিক স্পষ্টিকরন দেন তার দাবী রাখেন।
রাজ্য
সোমবার পরীক্ষার ফলাফলের তারিখ স্পষ্টিকরনের দাবীতে JRBT দপ্তরে পরীক্ষার্থীরা
- by janatar kalam
- 2022-02-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this