2024-12-20
agartala,tripura
রাজ্য

আমরা এমন সদস্য চাই যারা পদের জন্য নয়, পরিবর্তনের জন্য কাজ করবে- সুদীপ রায় বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রবিবার সুদীপ রায় বর্মন উদয়পুর মাতা বাড়ি পরিদর্শন করে ফিরে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখুমুখি হন এবং তিনি প্রথমে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বদ্রাকে ধন্যবাদ জানান পুনরায় জাতীয় কংগ্রেসের হয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্যে , তারপর তিনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে অনুরোধ করে বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের পূর্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি রাজ্যবাসীকে বিশ্বাস জুগিয়েছিলেন যে আপনি ত্রিপুরা রাজ্যকে হীরা প্রদান করবেন , আপনি রাজবাসীকে বোকা বানিয়ে যে হীরার কথা বলেছেন সেটা হীরা নই সেটা কাঁচের টুকরো এবং রাজ্যে যেভাবে লুটমার ও গণতন্ত্রের ত্রুটি চেপে হত্যা করা হচ্ছে সেটা হীরা নই ,তাই পুরানো কার্যকরতা হিসাবে আপনার কাছে অনুরোধ রাখছি আপনি আপনার হীরা থেকে ত্রিপুরা রাজ্যের জনগণকে মুক্ত করে আপনার যেখানে ভাল লাগে সেখানে নিয়ে বসিয়ে দিন বলে। তাছাড়া এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি মন্ত্রী রতন লাল নাথ, সুরজিৎ দত্ত, যারা কংগ্রেসে যোগদান অস্বীকার করেছিলেন, তাদের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস এমন নোংরা প্রাণীও চায় না যারা এই রাজ্যে চলমান এই ধরনের অপশাসন ও সহিংসতার মধ্যে বিজেপির প্রতি কঠোর হতে পারে। কংগ্রেস ভবনে মিডিয়াকে সম্বোধন করে সুদীপ রায় বর্মন আরো বলেন, “যারা তাদের পদ ছেড়ে দিতে পারেন না, তারা বিজেপিতে থাকতে দিন আরও অর্থ উপার্জন করুক। সীমান্ত এলাকা থেকে ‘হাফতা’ সংগ্রহে এখনো ব্যস্ত কয়েকজন। রতন লাল নাথ যে আমাকে দলবদলের জন্য টার্গেট করেছেন, তার প্রেক্ষাপট কী? বিজেপিতে যোগ দেওয়ার এক সপ্তাহ আগে, রবীন্দ্র ভবনের সামনে দাঁড়িয়ে রতন লাল নাথ দাবি করছিলেন যে তাঁর জন্য রসগোল্লার মতো কংগ্রেস এবং তারপর এক সপ্তাহের মধ্যে তিনি কংগ্রেস ছেড়ে দেন। আমরা মানুষের জন্য কাজ করি এবং তাই বিজেপিতে পদ ছেড়েছি। আমরা আমাদের দলের জন্য এমন সদস্য চাই যারা পদের জন্য নয়, পরিবর্তনের জন্য কাজ করবে।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service