জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ উদয়পুরে রমেশ সোস্যাল সেন্টার আয়োজিত নবদ্বীপ দাস মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব। এদিন তিনি খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা করেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যুব সম্প্রদায়কে নেশার আগ্রাসী সংস্পর্শমুক্ত রাখার উৎকৃষ্ট পন্থা শরীর চর্চা ও ক্রীড়াভ্যাস l রাজ্যে আরও সিন্থেটিক ফুটবল মাঠ তৈরী সহ খেলাধুলার সুযোগ বিকেন্দ্রীকরণ, জাতীয় ও আন্তর্জাতিক আঙিনায় অংশগ্রহণের উপযোগী ক্রীড়া-চর্চার অত্যাধুনিক মানোন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা রূপায়িত হচ্ছে l ত্রিপুরার মাটি থেকে অবৈধ নেশার উৎখাত ও মাদক কারবারিদের সনাক্তকরণে, সর্বাঙ্গীন সহযোগীতা আবশ্যক বলে অভিমত ব্যাক্ত করেন। তাছাড়া রবিবার উদয়পুরে আয়োজিত নবদ্বীপ দাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনেল ম্যাচের উদ্বোধনী পর্বে ব্যাট হাতে মুখ্যমন্ত্রীর ছেলেবেলার স্মৃতিগুলি যেন উজ্জ্বল হয়ে উঠলো বলে মত প্রকাশ করার পাশাপাশি, সকল যুবাদের আহ্বান করেন পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী হতে।
রাজ্য
রাজ্যের যুবসমাজকে নেশার অন্ধকার থেকে দূরে রাখতে খেলাধূলার গুরুত্ব অপরিসীম : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-02-13
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this