জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- তুলাকোনা পিটি এসবি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে উজ্জয়ন্ত প্যালেস পরিদর্শন করার সময় দেখা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তাছাড়া এদিন তিনি স্কুলের ছাত্র ও শিক্ষকদের সাথে আলাপ করেন এবং ছাত্রদের আমাদের রাজ্যের ঐতিহ্য ভবন ও মিউজিয়ামে Educational Visits এর গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করেন। এদিন শিক্ষামন্ত্রী শিক্ষামূলক ভ্রমণের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান ছাত্রছাত্রীদের মাথা থেকে যেন বিষয়টা না যায় সেদিকে গুরুত্ব দেওয়ায় হল এর মূল লক্ষ্য , ছাত্রছাত্রীদের পড়ার সাথে দেখার সুযোগ করে দেওয়া যার ফলে এরা বিষয়টিকে কোনদিন ভুলবেন। তাছাড়া আজকের ভ্রমণের মধ্যে নতুন একটি চিত্র যা বিদ্যালয়ের এস এম সি কমিটি গাইড শিক্ষককে সঙ্গে নিয়ে এসে শিক্ষামূলক ভ্রমণ ওনার জীবনে দেখা প্রথম ভ্রমণ বলে জানানোর, পাশাপাশি ইহা একটি গুরুত্বপূর্ণ দিক বলে মন্তব্য করেন। তাছাড়া শিক্ষামন্ত্রী এদিন আরো বলে ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ ঠিক করবে ক্লাস রুম তাই রাজ্য সরকার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে বলে জানান এবং তাদের আজকের এই শিক্ষামূলক ভ্রমণ যেন সফল হয় তার কামনা করেন।
রাজ্য
তুলাকোনা পিটি এসবি স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে নতুন বিষয় দেখলাম – শিক্ষামন্ত্রী
- by janatar kalam
- 2022-02-13
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this