2024-12-18
agartala,tripura
রাজ্য

নেশা বিরোধী অভিযানে নেমে হুমকির সম্মুখীন আগরতলা ক্লাব ফোরাম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- একদিকে নেশামুক্ত ত্রিপুরার ডাক, অন্যদিকে নেশার সাম্রাজ্য যুব সমাজকে গ্রাস করে চলছে দিন দিন। নেশায় আসক্ত হয়ে কোন মায়ের কোল খালি হচ্ছে আর কোন মেয়ের জীবন নষ্ট হচ্ছে, কেননা নেশা আমাদের সমাজের একটি অভিশাপ, যা রাজ্যের যুব সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই নেশার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন আগরতলা ক্লাব ফোরাম। তারই পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর আইজিএম চৌমুহনী এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে যায় আগরতলা ক্লাব ফোরাম, সেখানে স্থানীয় কিছু দোকানীরা ক্লাব ফোরামের সদস্যদের সাথে অস্বাভাবিক আচরন করে। যার ফলে ক্লাব ফোরামের সদস্যরা আগরতলা পশ্চিম থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন সংবাদমাধ্যমকে ক্লাব ফোরামের সদস্য জানান নেশা আজ মহামারী আকার ধারণ করেছে, আমরা এখন থেকে যদি লড়াই না করি তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে পারবো না , তাই তিনি সকল রাজ্যবাসীর কাছে আবেদন জানান এই নেশা বিরোধী অভিযানে ক্লাব ফোরামের পাশে থাকার জন্য। তাছাড়া পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী ক্লাব ফোরামকে এই ড্রাগস এবং নেশা বিরোধী অভিযানে ক্লাব ফোরামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service