জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- যুবরাজনগর আরডি ব্লকের পশ্চিম তিলথাইয়ে নবনির্মিত পেভার ব্লক রোড উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় পশ্চিম তিলথাইয়ে নবনির্মিত পেভার ব্লক রোড। এদিন মুখ্যমন্ত্রী বলেন ভালো রাস্তাগুলো অর্থনৈতিক উন্নয়নের নতুন রাস্তা খুলেছে, আমরা ত্রিপুরাবাসীর সামাজিক অর্থনৈতিক অবস্থা সমুন্নত রাখতে চেষ্টা করি। তাছাড়া প্রতিটি প্রান্তিক এলাকা পর্যন্ত উন্নয়নমূলক কর্মযজ্ঞের সম বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দ্রুততার সাথে পরিকল্পনা রূপায়িত হচ্ছে l মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের হীরা মডেলের সফল বাস্তবায়নের পাশাপাশি, রাজ্যে প্রতিটি জনপদকে সড়ক দ্বারা সংযুক্তির লক্ষ্যে আজ উত্তর ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে ভার্চুয়ালি ঐ জেলার অন্তর্গত ১০১ টি দীর্ঘস্থায়ী প্রযুক্তি সম্পন্ন পেভার ব্লক নির্মিত সড়ক জনগণের জন্য সমর্পিত করা হয়েছে l যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত তিলথৈ-এ নির্মিত পেভার ব্লক সড়কটিরও জনগণের স্বার্থে উন্মুক্ত করা হয় l সরকার মানেই জনগণ, সেই দৃষ্টিকোণ থেকে এই সড়ক গুলির রক্ষণাবেক্ষণে সবার আন্তরিকতা আবশ্যক l অত্যাধুনিক জাতীয় সড়ক, এক্সপ্রেস রেল, আন্তর্জাতিক জলপথ, উন্নত ইন্টারনেট ব্যবস্থার পাশাপাশি রাজ্যের মানুষের আর্থ সামাজিক জীবন মানের বিকাশ প্রতিফলিত হচ্ছে বলে অভিমত ব্যাক্ত করেন।
রাজ্য
উন্নয়নমূলক কর্মযজ্ঞের সম বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দ্রুততার সাথে পরিকল্পনা রূপায়িত হচ্ছে- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-02-11
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this