2024-12-19
agartala,tripura
রাজ্য

কোভিডে মৃত পরিবারকে দেওয়া হল আর্থিক সাহায্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার করোনায় মৃত পরিবারের হাতে তুলে দিল আর্থিক সাহায্য। বলা বাহুল্য ২০২১ সালের ১ জানুয়ারী থেকে করোনায় মৃত ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য দেশের সুপ্রিম কোর্ট রায় দেয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসক অসীম সাহা ও অতিরিক্ত মহাকুমা শাসক বিনয় ভূষণ দাসের উপস্থিতিতে সদর মহকুমা শাসকের কার্যালয়ে প্রায় ৫০ জন উত্তরসূরীর হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, কোভিডের কারনে যারা ২০২১ সালে প্রয়াত হয়েছেন তাদের উত্তরসুরীদের নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হচ্ছে। আগে সরকারী কর্মচারীরা সেই আর্থিক সাহায্যের বাইরে ছিলেন । এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রত্যেকেই এই সহায়তা পাবে। তবে সরকারী চাকুরী জীবির উত্তরসুরীদের লিখিত দিতে হবে তারা ডাই- ইন – হার্নেসের সুবিধা নেবেন না। আগে এই সুযোগগুলি ছিল না । সদর মহকুমায় ১২৪ জনের কোভিডে মৃত্যু হয়েছে। সদরকে চারটি জোনে ভাগ করে টিম গঠন করে পরিবারের সদস্যদের খুঁজে বার করা হচ্ছে। তাই এতে কিছুটা সময় লাগছে। ঠীকানা সঠিক না দেওয়ায় এই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। তবে ইতিমধ্যে ৫০ জনের একাউন্টে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। কিছু কিছু পরিবারের প্রয়োজনীয় কাগজ নেই। আবার কেউ আছেন তাদের পরিবারের সদস্যরা বহিঃ রাজ্যে থাকেন। এই সমস্ত দিক মাথায় রেখেই কাজ করা হচ্ছে বলে জানান তিনি। তাছাড়া এদিন আর্থিক সাহায্য গ্রহনকারী এক মহিলা সংবাদমাধ্যমের সামনে রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানান এবং তাদের আর্থিক অনটন কাটার জন্যে সরকারী চাকরী প্রদান করার অনুরোধ জানান রাজ্য সরকারের কাছে। এদিন সরকারী সাহায্য পেয়ে আবেগে আপ্লুত হয়ে খুশী ব্যাক্ত করেন মৃতের পরিবার পরিজনরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service