জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিপাহীজলা জেলার বিশালগড় গুকুলনগরের TSR প্রথম ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শনে যান। এদিন মুখ্যমন্ত্রী TSR জওয়ানরা ঠিকঠাক আছে কিনা এবং তাদের খাবারের গুনগতমান ঠিকঠাক আছে কিনা সে বিষয়ে অবগত হন ও TSR জওয়ানদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন যারা আমাদের ভিআইপি ভাবে চলাফেরা করাতে দিনরাত পরিশ্রম করে আসছে তাদের খবর নিতে, তাদের সাথে বসে খাওয়া দাওয়া করার ফলে তাদের মনোবল বৃদ্ধি পায়। তাই তিনি প্রায় সব TSR সদর দপ্তর পরিদর্শনে গিয়েছেন বলে অভিমত ব্যক্ত করার পাশাপাশি সকল সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান রাখেন এনারাও যেন নিজেদের ভাই বন্ধুদের কাছে TSR জওয়ানদের পাশে থাকার অনুরোধ রাখেন।
রাজ্য
গকুলনগর TSR প্রথম ব্যাটেলিয়ন সদর দপ্তর পরিদর্শনে মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-02-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this