গুপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের জালে আটক নেশা বোঝাই একটি গাড়ি। জানা যায় টিআর ০১n ১৫৫৬ নাম্বারের একটি টাটা এইচ গাড়ি নেশা দ্রব্য নিয়ে রাজধানীর আড়ালিয়া ব্রিজ হয়ে শহরের দিকে আসছিলো। গাড়িটিকে আড়ালিয়া ব্রিজ এলাকায় আটক করে ঘটনাস্থলে কর্তবরত পুলিশ বাহিনী। ঘটনাস্থলেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পূর্ব থানা ও কলেজটিলা ফাঁড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্ব থানার ওসি এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশ। গাড়িটিকে সিজ করে নিয়ে আশা হয় কলেজটিলা ফাঁড়িতে। উদ্ধার করা হয় প্রায় ৬থেকে সাড়ে ৬হাজার এসকফ বোতল। যার বাজার মূল্য জানা যায় প্রায় লক্ষাধিক টাকা।
রাজ্য
লক ডাউনে নেশা সামগ্রী উদ্ধার করলো পুলিশ
- by janatar kalam
- 2020-04-08
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this