2025-01-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিবাহিত কন্যারা ডাই ইন হার্নেস চাকুরির জন্য যোগ্য : মাননীয় হাইকোর্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আইনজীবি পুরুষোত্তম রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবাহিত কন্যাদের ডাই-ইন হার্নেস এর চাকরীর হাইকোর্টের রায় নিয়ে বলেন বিচার বিভাগ নারীর অধিকার সমুন্নত রেখেছে। ত্রিপুরা হাইকোর্ট আজ রায় দিয়েছে যে বিবাহিত কন্যারা যারা জীবিকা নির্বাহের জন্য তাদের মৃত পিতার উপর নির্ভর করেছিল তারা এখন ডাই ইন হার্নেস চাকরির জন্য যোগ্য। হাইকোর্টের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ ব্রিফিংয়ে বলেন যে এর আগে ভারতীয় আদালতে এই বিষয়ে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল এবং তারপরে এই নিয়ম ছিল যে বিবাহিত মহিলারা অর্থনৈতিক অবস্থা অনুসারে যোগ্য হলে ডাই-ইন-হারনেস চাকরি পাবেন। সেই মামলা এবং রায়ের উল্লেখ করে, ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ কুরেশিও রায় দিয়েছেন যে মহিলারা বিবাহের পরেও মৃত্যুর জন্য যোগ্য হতে পারে। কিন্তু ত্রিপুরা সরকার এ কুরেশির রায়ের বিরুদ্ধে 5টি রিট পিটিশন দাখিল করেছে এবং আজ অবশেষে আদালত সরকারের আবেদন খারিজ করেছে,বিবাহের পরেও চাকরি পাওয়ার অধিকারকে সমুন্নত রেখেছে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service