2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্বাস্থ্যের নিরাপত্তা ও অগ্রাধিকারের ভিত্তিতে পরিষেবার বিকেন্দ্রীকরণে রাজ্যব্যাপী কর্মযজ্ঞ চলছে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাজধানী আগরতলা জিবি হাসপাতাল পরিদর্শনে যান এবং সেখানে জিবি হাসপাতালের কোনরকম সমস্যা রয়েছে কিনা এবং সমস্ত রকম পরিষেবা রোগীরা পাচ্ছেন কিনা সে বিষয় ক্ষতিয়ে দেখেন। কথা বলেন জিবি হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফদের সাথে। এদিন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন মাল্টি স্পেশালিটি হাসপাতালের ন্যায় জিবি হাসপাতালেও পরিকাঠামো উন্নয়ন ও জটিল রোগ চিকিৎসা সহ অন্যান্য পরিষেবা প্রদানের লক্ষ্যে গৃহীত একাধিক উদ্যোগের সফল বাস্তবায়ন আক্ষরিক অর্থেই প্রতিফলিত হচ্ছে। আজ জিবি হাসপাতাল পরিদর্শনকালে বহু অর্থব্যায়ে বেসরকারি চিকিৎসা ঝোক কাটিয়ে জিবির পরিষেবার প্রতি আস্থার ক্রমউর্দ্ধমুখীতা সম্পর্কে সম্যক অভিজ্ঞতা হল। শিশু বিভাগের পরিষেবার মান, ক্যান্টিন সহ রোগীর পরিজনদের সাথে কথা বললামl তাঁরা বর্তমান চিকিৎসা পরিষেবার প্রতি বর্ধিত আস্থা ও সন্তুষ্টি সম্পর্কে অবহিত করেন l তাছাড়া সর্বসুবিধাযুক্ত স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সবার স্বাস্থ্যের নিরাপত্তাকে অগ্রাধিকারের ভিত্তিতে ও পরিষেবার বিকেন্দ্রীকরণে রাজ্যব্যাপী কর্মযজ্ঞ চলছে বলে জানান। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীসভার অন্যতম সদস্য এনসি দেববর্মা শারীরিক অবস্থার খবর নেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মিনী মিলন প্রভা মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে শারীরিক সুস্থ্যতা সম্পর্কে খোঁজ নেন। মুখ্যমন্ত্রী এদিন এন সি দেব্বর্মা এবং মিলন প্রভা মজুমদারের দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service