জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্কুল অফ সাইন্স এর উদ্যোগে লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানানো হয় আগরতলার শ্যামলী বাজারস্থিত স্কুল অফ সাইন্সে। এদিন কিংবদন্তি সুরকার প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান স্কুল অফ সাইন্সের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতবাসী মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯২বছর। সুর সম্রাজ্ঞী ও অন্যান্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি মারাঠি বাংলা সহ ৩৬ টিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর গাওয়া অগণিত ক্লাসিকাল, গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়।উনার প্রয়ানে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে স্কুল অফ সাইন্স শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান গতকাল আমরা দেবী সরস্বতী বন্দনায় মেতেছি আর আজ আমরা সুরের সরস্বতীকে হারিয়েছি, এবং প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর দেশকে গর্বিত করার জন্য যেসকল কাজ করে গেছেন তা আমাদের অনুসরন করে চলা উচিত এবং সেটাই হবে উনার প্রতি যথার্থ শ্রদ্ধা বলে জানান তিনি।
রাজ্য
স্কুল অফ সাইন্সের পক্ষ থেকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন
- by janatar kalam
- 2022-02-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this