2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রাক্তন বিধায়ক নারায়ণ চন্দ্র দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, নারায়ণ চন্দ্র দাস ওয়েলফেয়ার সোসাইটির স্বাস্থ্য শিবিরের আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নলছর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নারায়ণ চন্দ্র দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে , নারায়ণ চন্দ্র দাস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রাঙামাটি ও নলছর বাজার এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত নারায়ণ চন্দ্র দাসের সুপুত্র রাকেশ দাস। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান ওনার পিত প্রয়াত শ্রদ্ধেয় বিধায়ক নারায়ণ চন্দ্র দাস মানব সেবায় সবসময় নিয়োজিত ছিলেন তাই ওনার দেখানো পথকে অনুসরন করে আজকের এই স্বাস্থ্য শিবির বলে জানান তিনি। পাশাপাশি এদিন তিনি আরো বলেন করোনা বিধি মেনে এলাকার সকলকে এই স্বাস্থ্য shibire অংশ নেওয়ার জন্য আহবান করা হয়েছিল এবং সেই মোতাবেক রোগী আসছেন বলে জানান এবং আগামীদিনেও মানব সেবায় নিজেদের নিয়োজিত করার জন্য এধরণের কর্মসূচি পালনে নারায়ণ চন্দ্র দাস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা অঙ্গীকারবদ্ধ বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service