জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ৪ দফা দাবি সনদ নিয়ে শুক্রবার আগরতলার মেলার মাঠস্থিত শ্রম দপ্তরের কমিশনের নিকট ইট ভাটা শ্রমিক ইউনিয়নের এিপুরা রাজ্য কমিটি ডেপুটেশন প্রদান করেন। এই দিনের ডেপুটেশন উপস্তিত ছিলেন ইট ভাটা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক তপন দাস, সহ এক প্রতিনিধি দল। ইট ভাটা শ্রমিক ইউনিয়ন দাবী গুলোর মধ্যে হলো ইট ভাটা শ্রমিকদের কে নুন্যতম মজুরি বৃদ্ধি করতে হবে, শ্রমিকদের বাসস্তান পাকা করা, পানীয় জল, শৌচালয়,চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। শ্রমিক দের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, আয়কর ভুক্ত না সকল পরিবার কে মাসিক ৭৫০০ টাকা নগদ দিতে হবে বলে জনান সাধারন সম্পাদক তপন দাস তিনি আরো বলেন রাজ্য সরকারের কাছে প্রতিনিয়ত ইটভাটা শ্রমিকদের এ সমস্ত অসুবিধা গুলো নিয়ে বারবার আসার পরেও দপ্তর কোন উদ্যোগ নিচ্ছেন না। রাজ্যে সরকার আসার পর থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৫০ হাজার শ্রমিক কাজ করছে তাদের মজুরি বৃদ্ধি করা হয়নি রাজ্য সরকার এই বিষয়ে পুরো উদাসীন বলে জানান তিনি।
রাজ্য
৪ দফা দাবি সনদ নিয়ে শ্রম দপ্তরের কমিশনের নিকট ডেপুটেশন প্রদান ইট ভাটা শ্রমিক ইউনিয়নের
- by janatar kalam
- 2022-02-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this