জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা থানা গোপন খবরের ভিত্তিতে আজ সূর্য চৌমুহনী এলাকা থেকে অবৈধভাবে চোরাচালানের সময় বিপুল পরিমাণ মদসহ একটি গাড়ি আটক করেছে। পুলিশ গাড়িটিকে আটক থানায় নিয়ে আসে এবং এই গাড়ি থেকে মোট ১৪টি কার্টন বক্স উদ্ধার করেছে এবং এ ঘটনায় নৃপেন সাহা নামে একজনকে আটক করা হয়েছে। তবে জব্দকৃত মালামালের বাজার মূল্য এখনো জানা যায়নি। রাজ্যে অবৈধ চোরাচালানের হার বেড়েছে। অনেক সময় পুলিশ ছোট ছোট অবৈধ ব্যবসায়ীদের আটক করলেও অবৈধ চোরাচালান সম্রাটের মূল অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। সম্ভবত প্রশ্ন জাগছে জনমনে যে এই নেশা কারবারের সাথে যুক্ত ছোট ছোট কারবারিদের আটক করতে সক্ষম হলেও বড় মাথাদের জালে ফেলতে পারছে না কেন , নাকি পুলিশ সব কিছু জেনেও মোটা কমিশনের লোভে বোবা বনে রয়েছেন বলে। বলা বাহুল্য যতদিন অবধি এই নেশা কারবারের মাস্টার মাইন্ডকে আটক করা না যায় ততদিন অবধি চলতে থাকবে কারবার এই ভাবেই।
রাজ্য
গোপন খবরের ভিত্তিতে আটক বিপুল পরিমান অবৈধ মাদক
- by janatar kalam
- 2022-02-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this