জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-এবার হকার উচ্ছেদের ঘটনায় বৃহস্পতিবার আগরতলা পৌরনিগম অফিস ঘেরাও করে সি আই টি ইউ,ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ আই, টি এস ইউ, এস এফ আই আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে তারা তাদের দাবিগুলো নিয়ে পৌরনিগমের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি এভাবে হকার উচ্ছেদ চলবে না। হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। এদিন বিক্ষোভ এ উপস্থিত ছিলেন সিপিআইএম সংগঠনের নেতৃত্বরা। এই দিন সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরার বিভিন্ন শহর গুলো সুন্দর করার জন্য বিগত দিনে বামফ্রন্ট সরকার যারা রাস্তায় বিভিন্ন হকার হিসেবে বসতেন ছোটখাটো ব্যবসা করতেন তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে শহর সৌন্দর্যের জন্য বামফ্রন্ট সরকার উদ্যোগ নিয়েছেন। আগরতলা শহরে পনের থেকে কুড়ি খানা বাজার করে দেওয়া হয়েছে রাস্তায় যারা হকারি করতেন তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার আসার পর বিজেপি নিয়ন্ত্রিত পৌর নিগম তারা নতুন করে জনগণের ভোট না পেয়ে জালিয়াতি করে এই পৌর নিগন দখল করার পর যারা গরিব মানুষ আছেন সামান্য কিছু জিনিস বিক্রি করে রুজি রোজগার করে যারা চলার চেষ্টা করছেন সেই সমস্ত মানুষদের কোনরকম বিকল্প পুনর্বাসন না করে তাদের উচ্ছেদ করা হচ্ছে এমনকি তাদের সামান্য যে জিনিস গুলো আছে এগুলো নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের দোকানপাট ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে।
এই অবস্থায় দাড়িয়ে সি আই টি ইউ,, ডিওয়াইএফআই, টি ওয়াইফাই, এস এফআই এবং টি এস ইউ এই সংগঠনগুলোর উদ্যোগে পৌরনিগমে ডেপুটেশন প্রদান করেন এবং দাবি রাখেন যে সমস্ত হকার দের কে অবিলম্বে পূর্ণবাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না বলে জানান।
রাজ্য
পুর নিগমের অফিস ঘেরাও বামপন্থী ছাত্র যুব ও শ্রমিক সংগঠনের
- by janatar kalam
- 2022-02-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this