2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রধানমন্ত্রীর প্রদীপ জ্বালানোর বার্তায় বিভীষনের ভূমিকায় কংগ্রেস নেতা রাখু দাস ##6/04/20

এই মুহূর্তে করোনার জালে আবদ্ব গোটা বিশ্ব। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনার প্রকোপ থেকে দেশকে বাঁচাতে সারা দেশব্যাপী লক ডাউনের ঘোষণা দেন। এবং দেশের প্রধানমন্ত্রী লক ডাউনের ১৩ দিনের মাথায় দেশবাসীকে বলেন রাত ৯টায় বাড়ির সমস্থ লাইট অফ করে বাড়িতে মোমবাতি জ্বালানোর জন্য। সারা দেশের সাথে রাজ্যে ও পালিত হয় উৎসবের মেজাজে। এদিন রাজ্যের কৈলাশহর ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাখু দাস নিজ বাড়ির বারান্দায় প্রদীপ জ্বালিয়ে সেলফি নিয়ে নিজের ফেইসবুক স্ট্যাটাস পোস্ট করেন । যে জায়গায় রাজ্যের কংগ্রেস নেতৃত্ব রাজ্য সরকারের উপর আঙ্গুল তুলে চলছেন এই করুন সময়ে সরকার কি করছে বলে ? তবে প্রধানমন্ত্রীর আহ্ববানের কর্মসূচিকে মান্যতা দিয়ে রাখু দাসের এই কর্মসূচিকে কেমন চোখে দেখছে রাজ্য কংগ্রেস সেটা দেখার বিষয় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service