রাজ্যে এই মুহূর্তে এলাকার গরিবদের মাঝে অন্ন দানের কর্মসূচি হাতে নিলো শাসক দলের স্থানীয় নেতৃত্বরা। এদিন ১৩প্রতাপগড় মন্ডলের ৩০নং ওয়ার্ডের ৩টি বুথের উদ্যোগে বিজেপি সদর জেলা কমিটির সভাপতি ড: অলক ভট্টাচার্য্যের উপস্থিতিতে এলাকার প্রায় ২০০ গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সংখ্যায় যদি আরো বাড়ে তাদের মাঝে ও খাদ্য বিতরন করা হবে বলে জানান। এদিন স্থানীয় নেতৃত্বরা এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাবেন বলে জানান ।
janatar kalam Blog রাজ্য এলাকার গরিবদের সাহাৰ্য্যার্থে এগিয়ে এলো ১৩প্রতাপগড় মন্ডল কমিটির ৩০নং ওয়ার্ডের বিজেপি কার্য্য কর্তারা
Leave feedback about this