2024-12-17
agartala,tripura
রাজ্য

এলাকার গরিবদের সাহাৰ্য্যার্থে এগিয়ে এলো ১৩প্রতাপগড় মন্ডল কমিটির ৩০নং ওয়ার্ডের বিজেপি কার্য্য কর্তারা

রাজ্যে এই মুহূর্তে এলাকার গরিবদের মাঝে অন্ন দানের কর্মসূচি হাতে নিলো শাসক দলের স্থানীয় নেতৃত্বরা। এদিন ১৩প্রতাপগড় মন্ডলের ৩০নং ওয়ার্ডের ৩টি বুথের উদ্যোগে বিজেপি সদর জেলা কমিটির সভাপতি ড: অলক ভট্টাচার্য্যের উপস্থিতিতে এলাকার প্রায় ২০০ গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সংখ্যায় যদি আরো বাড়ে তাদের মাঝে ও খাদ্য বিতরন করা হবে বলে জানান। এদিন স্থানীয় নেতৃত্বরা এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাবেন বলে জানান ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service