2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এলাকার গরিবদের অন্নের সাহাৰ্য্যার্থে এগিয়ে এলো রাধানগর উন্নয়ন সংঘ

রাজ্যে এই কঠিন মুহূর্তে গরিবদের স্বার্থে প্রতিদিনই কোন একটি সংস্থা ,সংঘটন কিংবা কোন এক বিশিষ্ট বেক্তি। এবার এই একই কর্মসূচি নিয়ে এগিয়ে এলো রাজধানীর রাধানগরস্থিত রাধানগর উন্নয়ন সংঘ। ক্লাবের উদ্যোগে এলাকার কাউন্সিলর ও বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে এলাকার গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী করা হয়। এদিন স্থানীয় ক্লাবের এই কর্মসূচিকে ঘিরে খুশির হাওয়া বইছে এলাকায় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service