জনতার কলম ত্রিপুরা চড়িলাম প্রতিনিধিঃ- বহি রাজ্যে পাচার করার সময় বৃহস্পতিবার সকাল সাতটায় বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক ২১৫ কেজি শুকনো গাজা। আটক করা হয়, 12 চাকার লরি সহ চালককে। ঘটনার বিবরণে জানা যায়PB13U9843 নাম্বারে একটি 12 চাকার লরি উদয়পুর থেকে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার সময় গোপন সূত্রের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ 12 চাকার লরি থেকে বিশ্রামগঞ্জ থানা মোড়ের সামনে আটক করে তল্লাশি চালান এবং কেবিনের মধ্যে থেকে আরেক কেজি গাঁজা উদ্ধার করেন । 12 চাকার লরি চালককে আটক করেন। জানা যায় শুকনো গাঁজা গুলি বিহারের উদ্দেশে পাচার করা হচ্ছিলো বলে জানান বিশ্রামগঞ্জ থানা ওসি বিদ্যা দেববর্মা বহি রাজ্যে গাঁজা পাচার করার অভিযোগে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে বুধবার সকাল আটটায় গ্রেপ্তার বিহার এক লরি চালক নাম খুশনুর আলম বয়স 27 বাবার নাম এমডি ফরমান। জানা যায় বৃহস্পতিবার সকালে বিহারের উদ্দেশ্যে গাঁজা পাচার করার সময় বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়pb13u9843 নাম্বারে একটি 12 চাকার লরি চালক নূর আলম কে গ্রেফতার করেন। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ।এমনটাই জানান আমাদের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বিদ্যা দেববর্মা।
রাজ্য
বিশ্রামগঞ্জ পুলিশের হাতে আটক ২১৫ কেজি শুকনো গাঁজা
- by janatar kalam
- 2022-01-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this