জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- জিবি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টের সার্জন,নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের পারদর্শীতায় সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে উদ্যোগ গ্রহণ করে চলেছেন ।জিবি হাসপাতালে প্রথমে নিউরো সার্জারি বিভাগ চালু করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন । এখন কার্ডিওলজি বিভাগেও মানুষ বিনামূল্যে হার্ট সার্জারি করতে পারছে । বিগত সরকারের আমলে যেখানে ৩৫ বছর শাসন করেও হার্ট সার্জারি,নিউরো সার্জারি বিভাগ চালু করতে পারেনি । বিজেপি সরকার গঠনের মাত্র ৪ বছরের মধ্যে উল্লেখিত বিভাগ গুলি চালু করে সাধারণ এবং গরিব শ্রেণী মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রথম ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নির্দেশনায়, ত্রিপুরার স্বাস্থ্যসেবা নতুন উচ্চতায় পৌঁছেছে এবং রাজ্যের মানুষের দীর্ঘদিনের সমস্যার নিরসন হয়েছে বলে মত প্রকাশ করেন।
রাজ্য
নতুন উচ্চতায় পৌঁছল ত্রিপুরার স্বাস্থ্যসেবা
- by janatar kalam
- 2022-01-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this