2024-12-16
agartala,tripura
রাজ্য

যেকোনো কাজ দানের মাধ্যমে শুরু হলে ভাল হয়- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আমারা যদি দিতে পারি তা হলে মনের মধ্যে একটা তৃপ্তি বোধহয়, আর যদি দিতে না পারি তা হলে মনে সংশয় থেকে যায় তাই যে কোন কাজ দানের মাধ্যমে শুরু করলে খুব ভালো হয় সেটা হোউক, জলদান, বা, রক্তদান। বর্তমানে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে রক্তের স্বল্পতা রয়ে গেছে তাই রক্তদানে সামাজিক প্রতিষ্ঠান ক্লাব ফোরাম এবং সরকারি প্রতিষ্ঠানগুলো কে এগিয়ে আসার আহ্বান রাখেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। ৫০তম পূর্ণ রাজ্য দিবস এবং ১২৬তম নেতাজির জন্ম জয়ন্তী ও ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক রক্তদান শিবির ও বস্ত্রদান শিবিরের আয়োজন করে ভট্টপুকুর মর্ডান ক্লাব।এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ,এিপুরা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহাও ক্লাবের কর্মকর্তারা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদান শিবির পরিদর্শন করেন তারপরে গরিব দের হাতে বস্ত্র তুলে দেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service