2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সফলভাবে সম্পন্ন হল রাজ্যের প্রথম ওপেন-হার্ট সার্জারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় জুড়লো নতুন পালক। এবার জিবি হাসপাতাল ত্রিপুরায় প্রথম ওপেন-হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করেছে। জানা গেছে, উদয়পুরের মাধবী রানী দাস (46) এর 20 জানুয়ারি জিবিপি হাসপাতালে ওপেন-হার্ট সার্জারি করা হয়েছিল। রোগীর শ্বাসকষ্ট এবং হৃদরোগ ছিল। দীর্ঘদিন ধরে তিনি এই সমস্যায় জর্জরিত ছিলেন। জিবিপি হাসপাতালে, ডাক্তাররা তার হার্টে একটি বড় অ্যাট্রিয়াল ত্রুটি নির্ণয় করেন। এরপর শুরু হয় অস্ত্রোপচারের প্রস্তুতি। এই অস্ত্রোপচারে প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল। বর্তমানে রোগী সুস্থ রয়েছে। আয়ুষ্মান প্রকল্পের অধীনে থাকায় রোগী বিনামূল্যে অস্ত্রোপচারের সুবিধা পেয়েছেন। CTVS ও IR বিভাগের পরামর্শক ও ইনচার্জ ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে 15 জনের একটি দল এই অপারেশনটি পরিচালনা করে। জিবি হাসপাতালের এই সাফল্যে অনুপ্রাণিত রাজ্যের জনসাধারণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service