2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের ক্যাজুয়েল কর্মীদের জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করলো আগরতলা পুর নিগম

শনিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এদিন পুর নিগমের মেয়র ড: প্রফুল্লজিৎ সিনহা রাজ্যের উন্নয়নের জন্য নেওয়া কিছু সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিন মেয়র বর্ষার জল থেকে রাজধানীর পথকে সুরক্ষিত রাখতে জরুরিকালীন কাজ দ্রুত সারাইয়ের পাশাপাশি ১০হাজার মাস্ক বানিয়ে ১০টাকা করে রাজ্যের স্বাস্থ্য কর্মী ও পুর নিগমের কর্মীদের দেওয়া হবে বলে জানান। এবং রাজ্যে টুয়েবের কাজের জন্য বরাদ্ধ অৰ্থ পুরোটাই ম্যানেজিংয়ের খাতে ব্যায় করা হবে বলে জানান। পাশাপাশি এদিন মেয়র আরও জানান গত ২৩ তারিখ থেকে প্রতিষেধক ক্যমিক্যাল স্প্রে করা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল, পেট্রোলপাম্প,ও শহরের বিভিন্ন জায়গাগুলিতে। গত ২৬তারিখ থেকে আজ অব্দি ১০০০ তৈরী করা খাবার মানুষের কাছে পৌছে দিয়েছে। ২৮০০ শ্রমিক ভবগুরেদের জন্য খাবারের ব্যবস্থা করেছে ৩১শে মার্চ থেকে এবং রাজ্যের ক্যাজুয়েল কর্মীদের এই লক ডাউন চলাকালিন তাদের প্রতিদিন ১০০টাকা করে হাজিরা দেওয়ার কথা ও পুর নিগমের বাড়ি বাড়ি আবর্জনা গ্রাহক শ্রমিকদের ২১ দিনে এককালীন ১০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্তের কথা ও জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service