2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ত্রিপুরা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য- অমিত শা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ত্রিপুরা রাজ্যের পূর্ণরাজ্য দিবস। এদিন দেশের স্ব-রাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে অভিনন্দন জানান। এদিন স্ব রাষ্ট্রমন্ত্রী অমিত শা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকার নিয়ম, নীতি ও নিয়ত এই মূল মন্ত্রকে পাথেয় করে রাজ্যের স্বার্থে কাজ করে চলেছে বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া ত্রিপুরা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। এর নিজস্ব সমৃদ্ধ ইতিহাস রয়েছে। লক্ষ্য ২০৪৭ এর মাধ্যমে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যবাসীর সামনে একটি লক্ষ্য স্থীর করা হয়েছে। এই পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে জনতা যেভাবে অংশগ্রহণ করেছে তা প্রমাণ করে যে তাঁদের সমর্থন বিজেপি এবং মুখ্যমন্ত্রীজির সঙ্গে রয়েছে বলে জানান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, নেশা মুক্ত অভিযানের ডাক দিয়ে তিনি শুধু রাজ্যের যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করেননি, দেশের ভিতরে যে পথ দিয়ে নেশার সামগ্রী প্রবেশ করতো সেই রাস্তাও বন্ধ করে দিয়েছেন। সত্যিই প্রশংসনীয় বলে তিনি জানান। পাশাপাশি তিনি এদিন আরও বলেন মহারাজা বীরবিক্রম ই প্রথম রাজা ছিলেন যিনি স্বাধীনতার সময় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষনা করেছিলেন। মহারানী কাঞ্চনপ্রভা দেবী সর্দার বল্লভভাই প্যাটেল সাহায্যে পূর্ব পাকিস্তানি আততায়ীদের হাত থেকে রাজ্যকে রক্ষা করেছিলেন। মহারাজা বীরবিক্রম রুদ্রসাগর, নীরমহল তৈরি করেছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ও আগরতলা বিমানবন্দরের জন্য জমি বরাদ্দ করেছিলেন। তাই তাঁর নামেই নামাকরণ করা হয়েছে আগরতলা বিমানবন্দরের বলে অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service