2024-12-18
agartala,tripura
রাজ্য

ত্রিপুরাও সমৃদ্ধশালী রাজ্য নির্মাণের পথে উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি সঞ্চারিত করছে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার 50 তম ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীসহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে সমগ্র দেশ যখন ‘আত্মনির্ভর এবং স্বনির্ভর ভারত’ এই দুই মন্ত্রকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, তৎসঙ্গে উন্নয়নের প্রশ্নে একদা উপেক্ষিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের অষ্ট লক্ষীর পাশাপাশি ত্রিপুরাও সমৃদ্ধশালী রাজ্য নির্মাণের পথে উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি সঞ্চারিত হয়েছে। ২০১৪ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও মাননীয় অমিত শাহ জীর দিশানির্দেশনায় উত্তর পূর্বের রাজ্যগুলির একত্রিতকরণে তৈরি নেডা, নিউ ইঞ্জিন রূপে উত্তর পূর্বকে দেশের মূল উন্ননের স্রোতের সাথে সম্পৃক্ত করেছে। উত্তর পূর্বের অত্যাধুনিক মানের অন্যতম বিমান বন্দর-সহ বর্তমান সরকারের সময়কালের মধ্যে পার ক্যাপিটা রোজগার, কৃষকদের রোজগার প্রায় দ্বিগুন বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো, আইন শৃঙ্খলা, কর্ম সৃজন, মহিলা সশক্তিকরণের পাশাপাশি রোজাগার সৃজন সমস্ত ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তাছাড়া এদিন পূর্ণ রাজ্য হিসেবে ত্রিপুরার ৫০ বছর উদযাপন উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service