আবারো মানুষের স্বার্থে এগিয়ে এলো মানুষ। এবার মানুষের স্বার্থে এগিয়ে আসলো ১৩ প্রতাপগড় বিধানসভার ২৭নং ওয়ার্ডের আরালিয়া শিব মন্দির পাড়ার স্থায়ী বাসিন্দা শ্রী শান্তি রঞ্জন দাস ও শ্রীমতি কল্যানী দাস। পেশায় দুজন প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষিকা ছিলেন। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর লক ডাউন কে সমর্থন করে মানুষ আজ গৃহবন্ধী। রাজ্যে এই করুন পরিস্থিতিতে মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের উদ্যেশে মাননীয় অধ্যক্ষ শ্রী রেবতী কুমার দাসের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
janatar kalam Blog রাজ্য এবার মানুষের স্বার্থে এগিয়ে এলো আরালিয়া শিব মন্দির পাড়ার প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষিকা
Leave feedback about this