জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমনের হার। আর এই করোনার অতি মারিকে রুখতে আজ থেকে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে ১৫ থেকে ১৮ বছরের ছাত্র ছাত্রীদের করোনার ভ্যাক্সিনেশন স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে। সে উপলক্ষে আজ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মহারানি তুলসিবতি বালিকা বিদ্যালয়ে স্পেশাল ড্রাইভ ভ্যাকসিনেশন সেন্টারে পরিদর্শনে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন করোনা রোগীর সংখ্যা বাড়লেও মৃত্যুর হার অনেক কম টিকা দেওয়ার কারণে। আমাদের জনগণকে করোনা থেকে বাঁচানোই মূল লক্ষ্য। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার ১৫-১৮ বছর ধরে টিকাদান অভিযানের আয়োজন করেছি। 15-18 বছরের কম বয়সী 2 লাখ 13 হাজার এবং 90 হাজার 251 জন ইতিমধ্যে টিকা দিয়েছেন, যদিও 19-21 জানুয়ারী স্বাস্থ্য বিভাগ 734 টি স্কুলে বিশেষ টিকাদান অভিযানের আয়োজন করেছিল। পশ্চিম ত্রিপুরায় 237, উনকোটি 50, দক্ষিণ 25, সিপাহীজোলা 124, উত্তর 120, খোয়াই 64, ধলাই 62 গোমতি 52। তাছাড়া এদিন তিনি আরও বলেন প্রথমাবস্থায় রাজ্যের উপজাতিরা টিকা দেওয়ার জন্য রাজি ছিল না কিন্তু এখন তারাও টিকা দেওয়ার জন্য এগিয়ে আসছেন বলে জানান তিনি।
রাজ্য
করোনা থেকে রাজ্যবাসীকে বাঁচানোই সরকারের মূল লক্ষ- শিক্ষামন্ত্রী
- by janatar kalam
- 2022-01-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this