জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজ্য সচিবালয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রাজ্যের করোনা মহামারীর বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন, এদিন তিনি বলেন AMC এলাকায় Covid positive rate গতকাল পর্যন্ত ২৩.১৫%, TOTAL ACTIVE CASE- 6,491. HOME ISOLATION- 4159nos. ১০ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪ জন। তাছাড়া জেলাভিত্তিক করোনা পজিটিভের হার তুলে ধরে তিনি জানান, WEST DIST- 14.21%, SIPAHIJALA DIST- 09.55%, KHOWAI DIST- 13.04%, GOMATI DIST- 10.77%, SOUTH DIST- 08.36%, DHALAI DIST- 08.01%, UNOKOTI DIST- 13.81%, NORTH DIST- 04.14%. এরূপ অবস্থায় রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, MULTIPLEX, SHOPPING MALL, MOVIE HALL, PARK, PICNIC SPOT, কোন ধরনের exhibition মেলা বন্ধ রাখার নির্দেশ জারী করেছে সরকার বলে জানান এবং আাগামী ২০ তারিখের পর থেকে নাইট কারফিউ রাত ৯টা পরিবর্তে ৮ টা থেকে জারী করা হয়েছে বলে জানানোর পাশাপাশি ধার্মিক অনুষ্ঠান কীর্তন ইত্যাদি আগামী ২৩শে জানুয়ারীর মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বলে জানান তিনি।
রাজ্য
রাত ৯টার পরিবর্তে কার্ফু জারী হচ্ছে রাত ৮টা থেকে- সুশান্ত
- by janatar kalam
- 2022-01-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this