2024-12-16
agartala,tripura
রাজ্য

গুজবে কান দেওয়া উচিত নয়- পাপিয়া দত্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা দেশে এখন করোনা বাড়ছে। রাজ্যে এখন ভয়াবহ পরিস্থিতি চলছে। এটি কোভিড-১৯ এর তৃতীয় পর্যায়। এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি একটি বিশেষ পদক্ষেপ নিল, রাজ্য স্বাস্থ্য স্বনির্ভর অভিযান। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর বটতলা এলাকায় রাজ্য স্বাস্থ্য স্বাবলম্বী অভিযানের অংশ হিসাবে সদর এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং দলীয় অন্যান্য নেতারা। “এই প্রচারণার মূল উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন আমরা কেবলমাত্র সেই লোকদেরই লক্ষ্য করিনি যাদের মুখোশের প্রয়োজন রয়েছে এবং আমরা তাদের সচেতন করেছি যে কীভাবে এগুলি দূষণবিরোধী মুখোশ থেকে আলাদা”, বলেন। তাছাড়া তিনি আরও বলেন, “আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত যাতে এই ভাইরাসটি ছড়িয়ে না পড়ে এবং আমাদের সকলকে আমাদের জীবনের উন্নতির জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সরকারকেও সহযোগিতা করা উচিত এবং গুজবে কান দেওয়া উচিত নয়” বলে অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service