রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে এদিন কংগ্রেস নেতা সুবল ভৌমিক রাজ্য সরকারকে একহাত নেন এবং তিনি জানান রাজ্য সরকার সকল বি পি এল এবং অন্তদ্বয় কার্ড ভোগকারীদের যে প্রতিশ্রোতি দিয়েছিলো বিনামূল্যে চাল,ডাল,দেওয়ার সেটা রাজ্যের মানুষ এখনো পাইনি এবং বিভিন্ন রকমের যে আর্থিক সুযোগ সুভিদা রয়েছে সেটা থেকে মানুষ এখনো বঞ্চিত। যে জাগায় রাজ্যে প্রত্যেকেরই জনধন যোজনার একাউন্ট রয়েছে। তাছাড়া তিনি আরো বলেন রাজ্যে যে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের জন্যে সরকার কি বেবস্থা নিয়েছে সেটা জানাবার জন্যে এবং রাজ্যের রেগা শ্রমিকদের ৩০ থেকে ৪০ দিনের মজুরি রয়েছে সেটা মিটিয়ে দেবার জন্য আগে। এদিনের বৈঠকে শ্রী ভৌমিক আরো অভিযোগ করেন যে জায়গায় রাজ্য সরকার রেগা শ্রমিকদের প্রাপ্য মজুরি দিতে পারেনি সে জায়গায় নাকি রাজ্য সরকারের দাবি তারা নাকি বাড়তি সুযোগ সুবিধা দিয়েছে ।কোথায় দেওয়া হয়েছে এই সুবিধা , কাকে দেওয়া হয়েছে এই বলে রাজ্য সরকারের উদ্যেশে প্রশ্ন ছুড়লেন তিনি ।
janatar kalam Blog রাজ্য এই করুন মুহূর্তে রাজ্য সরকার জনগনকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার প্রতিশ্রতি দিলেও তা এখনো বাস্তবায়িত হয় নি : সুবল
Leave feedback about this