2024-12-19
agartala,tripura
রাজ্য

পরীক্ষা বাতিলের দাবীতে আন্দোলনে নামল টিপসের ছাত্রছাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- টিপসের পরীক্ষা বাতিলের দাবিতে তুমুল উত্তেজনা।সোমবার সকালে তাদের দাবি না মানাতে আবার আন্দোলনে নামলেন ছাএ ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি পরীক্ষা বাতিল করতে হবে। করোণা অতিমারীর মধ্যে কলেজে অনলাইনে পড়াশোনা বন্ধ রাখতে হবে। রাএিতেও এই দাবিতে হইচই চলতে থাকে হাপানিয়া টিপসে। আন্দোলনে বেশিরভাগ ছিলেন প্যারামেডিকেল এর ছাত্র ছাত্রীরা। তারা হোটেলের সামনে বসে কলেজ বন্ধ রাখতে স্লোগান দিতে থাকে। জানা গেছে টিপসের তিন ছাত্রের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের বক্তব্য একজন হোস্টেলের ছাত্র করোনা পজিটিভ হয়েছে। তাকেও পরীক্ষায় বসতে হবে। কর্তৃপক্ষের নির্দেশে বহু ছাত্র-ছাত্রী করোনা পজিটিভ হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে কলেজের পরীক্ষা এখন পিছিয়ে দেওয়া হোক। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনরকম ভাবেই ছাত্র-ছাত্রীদের দাবি মানতে নারাজ। পরীক্ষা দিতে হবে। পরীক্ষা বাতিল হবে না। এর পরই ছাত্রছাত্রীরা আরো উত্তেজিত হয়ে পড়ে। প্যারামেডিকেল এর ছাত্র ছাত্রীরা প্রতিবাদি শ্লোগান দিতে শুরু করেন। ছাত্রদের সঙ্গে ছাত্র আন্দোলন চালিয়ে যান। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা বাতিলের দাবিতে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগেও করোণা অতিমাত্রার মধ্যে ইকফাই বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু হয়েছে। এখন দেখার বিষয় ছাত্র-ছাত্রীদের দাবি কর্তৃপক্ষ বিশেষভাবে নজর দিচ্ছেন না, যার কারণে ছাত্রছাত্রীরা সোমবারও আন্দোলনে স্লোগান দিতে থাকেন তাদের দাবি বর্তমান কোভিড পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক তা না হলে তারা আন্দোলনে অনড় থাকবেন বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service