2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

২ তিপ্রাসা ছাত্র নির্যাতনের সুষ্ঠ তদন্তের দাবী প্রদেশ NSUI এর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার প্রদেশ NSUI কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন NSUI সভাপতি সম্রাট রায়। এদিন সভাপতি জানান 13/01/2022 তারিখে ট্রাফিক কনস্টেবল দ্বারা নির্মমভাবে নির্যাতনের শিকার 2 তিপ্রাসা ছাত্রের বিষয়ে উপরোক্ত ছাত্ররা ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছেন। যা এখনও তদন্তাধীন। কোয়েল দেববর্মা ডিওয়াই এসপি (ট্রাফিক) তদন্ত পরিচালনা করছেন এবং ট্রাফিকের অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাঠের দায়িত্ব থেকে বন্ধ রাখা হয়েছে এবং ত্রিপুরা প্রদেশ NSUI-এর পক্ষ থেকে, এই বিষয়টির স্ফটিক স্পষ্ট ও নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে বলে জানানোর পাশাপাশি অবিলম্বে ওই ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা কোনও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান। তা নাহলে NSUI ব্যাপক আন্দোলনের আয়োজন করবে বলে হুশিয়ারী দেন। আবার NSUI অবিলম্বে TIPS-এর আসন্ন টার্মিনাল পরীক্ষা স্থগিত করার দাবি করছেন যা 17/01/2022 থেকে শুরু হতে চলেছে এবং সেমিস্টার পরীক্ষা সরাসরি আগের বছরের মতোই পরিচালনা করার জন্য। উল্লেখ্য যে, উল্লিখিত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না এবং সত্যিই খুব আতঙ্কিত কারণ প্রতিদিন ইনস্টিটিউট ক্যাম্পাসের পাশাপাশি হোস্টেলে করোনা মহামারির কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। অধিকন্তু, আমরা ICFAI-তে আসন্ন পরীক্ষাগুলি অবিলম্বে বন্ধ করার দাবি করছেন যা 16/01/2022 তারিখে প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে 24/01/2022 থেকে শুরু হতে চলেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service