2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

থাকবে না দিনে কারফিউ অব্যাহত থাকছে রাতের কারফিউ – মুখ্যমন্ত্রী

জনতর কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীর এডি নগর এলাকার এডি নগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক টিকাকরন কর্মসূচি পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সামনে বলেন সাধারণ মানুষের জীবিকার সমস্যাগুলির সাথে অর্থনৈতিক স্বার্থের কারণে রাজ্য সরকারের কোনও সীমাবদ্ধতা রাখার পরিকল্পনা নেই৷ যদি কোভিড প্রোটোকল সঠিকভাবে অনুসরণ করুন করা হয় তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ কেননা সামগ্রিকভাবে পুরো ত্রিপুরায় ইতিবাচকতার হার 13%, যেখানে AMC-তে এটি প্রায় 28.23%৷ তবে, প্রোটোকল বজায় থাকলে ভয়ের কিছু নেই৷ সংক্রামিতদের জন্য হোম আইসোলেশনই যথেষ্ট৷ মানুষ অবশ্যই, গুরুতর স্বাস্থ্য অবস্থার উপসর্গ সহ, রোগীদের অবিলম্বে স্বাস্থ্য কর্মকর্তাদের জানাতে হবে”। তাছাড়া এদিন লকডাউন পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মুখ্যমন্ত্রী জানান যে শুধুমাত্র রাতের কারফিউ অব্যাহত থাকবে এবং দিনের বেলা কোভিড নির্দেশিকা কঠোরভাবে বজায় রাখা হবে বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service