2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

লক ডাউন চলাকালীন গরিব ও দুস্থদের খাবারের দায়িত্ব নিলো হোটেল ওয়েলকাম প্লেস।

রাজ্যে এই করুনাময় পরিস্থিতিতে এবার গরিব ও গৃহহীনদের ত্রাতা হয়ে এগিয়ে এলো হোটেল ওয়েলকাম প্লেস । জানা যায় রাজ্যে লক ডাউন চলাকালীন গরিব ও গৃহহীনদের খাবারের দায়িত্ব বহন করেছে হোটেল ওয়েলকাম প্লেস। তাছাড়া এদিন হোটেল কর্মকর্তাদের উদ্যোগে নিজেদের হোটেলে তৈরী খাবার গরিব ও গৃহহীনদের উদ্যেশে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেয় যাতে করে প্রকৃত দুস্ত ও গৃহহীনরা সেই খাবার পায় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service