জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সংস্কৃত বইয়ের মোড়ক উন্মোচম করা হয় আগরতলা প্রেসক্লাবে। প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসাইন, উপাচার্য টিইউ বিশেষ অতিথি শ্রীমতি নীতি দেব পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা অধ্যাপক শ্যামল দাস, কলা ও বাণিজ্যের ডিন, আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার, ডক্টর বুল্টি দাস সংস্কৃত জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, তিরুপতি, অন্ধ্রপ্রদেশের সহকারী অধ্যাপক সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্বদয়া সামাজিক সংস্থা সাধারণ সম্পাদিকা নিতী দেব বলেন ১২ জনুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এই জন্মদিনে সংস্কৃত বইয়ের মোড়ক উন্মোচন তার পাশাপাশি সংস্কৃত ভাষা সকল অংশের জনগণকে শেখার জন্য আহ্বান রাখেন।তিনি আরো বলেন সংস্কৃত ভাষা শেখার পাশাপাশি এই ভাষার ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাতে করে সমাজের সকল স্তরের অংশের জনগণের জন্য ভালো হবে। সংস্কৃত ভাষা সম্পর্কে জন জাগরিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।
রাজ্য
সাধারন জনগনক সংস্কৃত ভাষা শেখার আহ্বান মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেবের
- by janatar kalam
- 2022-01-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this