দেশের প্রধানমন্ত্রী ও প্রশাসন জনগনকে সুরক্ষিত রাখতে যতই চেষ্টা করুক না কেন মানুষ যদি একটু সচেতন না হয় তার পরিনতি যে ভয়ানক তা সকলেরই জানা। জনগণের সচেতন মনোভাব দেখে রাজ্যের জনগনকে গতকাল রেডিও বার্তায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেই জাগায় দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলো রাজ্যেরই রাজধানীর মানুষ। উল্লেক্ষ শুক্রবার রাজধানী আগরতলা শহরের যান চলাচলই এবং বেশ কিছু জনসমাগম পরিলক্ষিত হয় যেটা প্রশাসন এবং সরকারের নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুল দেখানোর সমান। রাজধানীর মানুষের এই দায়িত্ব জ্ঞানহীনতাকে মোটেই ভালো ভাবে দেখছে না প্রশাসন। আগামীদিনে রাজ্যের মানুষের মধ্যে আরো সচেতনতা বাড়াতে কি পদক্ষেপ নেবে রাজ্য প্রশাসন তাই দেখার।
janatar kalam Blog রাজ্য প্রশাসনকে একপ্রকার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে রাজধানীর মানুষ
Leave feedback about this