2024-12-18
agartala,tripura
রাজ্য

টি আর টি সি বাস পরিষেবাকে উন্নততর করার পরিকল্পনা করছে সরকার- প্রনজিৎ সিংহ রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ১কোটি ১০ লাখ টাকার উপরে বেতন দিয়ে গিয়েছিল টি আর টি সি কে কিন্তুু লাভ হয়েছে একমাএ মানুষ কে সার্ভিস দেওয়াটা। তার পাশাপাশি গাড়ি ঠিক মতো চলতো না, তার পরেও এমন ৫০ টি বাস দেওয়া হয়েছে যাতে করে টি আর টি সি যে লসে চলছিলো তা যেন কিছুটা লাভে আনা যায় সেটা একমাএ নতুন সরকার করেছে। কোভিড ১৯ পরিস্থিতির মধ্যে টি আর টি সি কে কিভাবে উঠিয়ে আনা যায় এবং বাস চলাচলের মধ্যে দিয়ে জনগণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সার্বিকভাবে চিন্তা করে রাজ্য সরকার এই ধরনের চিন্তাভাবনা করেছেন বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। সোমবার আগরতলা ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের সর্বস্তরের শ্রমিক কর্মচারী কর্তৃক আয়োজিত আগরতলা পৌর নিগমের নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রনজিত সিংহ রায়, পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ও ফেডারেশনের চেয়ারম্যান সমর রায় সহ অন্যান্যরা।এই দিন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা প্রাক্তন টি আর টি সি চেয়ারম্যান বর্তমান পৌর নিগমের মেয়রকে সংবর্ধনা দেন। এই দিনের অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী উনার বক্তব্যে বর্তমান ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের বর্তমান অবস্থা তুলে ধরেন উনার বক্তব্যে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service