জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালান করা হয় পুলিশ সপ্তাহ। এদিন এডিনগর স্থিত পুলিশ মাঠে হয় এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব। এদিন এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে সন্মান জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন পুলিশ সপ্তাহ কর্মসূচি থেকে আগামীর পথে অন্তত একটি সংকল্পবদ্ধ পরিকল্পনা স্থির করে অগ্রাধিকারের ভিত্তিতে তার সফল বাস্তবায়ন আবশ্যক। নিষিদ্ধ মাদক দ্রব্যের ব্যবহার স্বমূলে উৎখাত ও যুব সম্প্রদায়কে এর অশুভ সংস্পর্শমুক্ত রাখতে প্রয়োজন সবার অঙ্গীকারবদ্ধ প্রয়াস। যা অন্যান্য অপরাধ প্রবণতা হ্রাসের সহায়ক। ইতিবাচক সমাজ পরিবর্তনের অগ্রণী, আমার ভালোবাসার রাজ্য পুলিশ বাহিনী একাধিক ক্ষেত্রের সাফল্য ও দক্ষতার নজির রেখেছে। রাজ্য পুলিশ-সহ বিভিন্ন বিভাগে প্রতিবছর নির্দিষ্ট সংখ্যায় পদে সচ্ছ নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে পুলিশ, টিএসআর সহ আরক্ষা প্রশাসসনে প্রায় ৩৮০০ জন নিয়োগের প্রক্রিয়া চলছে l তাছাড়া এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করেন পুলিশ কর্মীরা, এবং রাজ্যের বেশ কয়েকজন পুলিশ অফিসার কে বিশেষ পুরস্কারে পুরস্কৃতও করা হয়।
রাজ্য
রাজ্য পুলিশ বাহিনী একাধিক ক্ষেত্রের সাফল্য ও দক্ষতার নজির রেখেছে- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-01-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this