2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অনুষ্ঠিত হল আগরতলা প্রেস ক্লাব হোয়াইট টিম বনাম ত্রিপুরা পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পুলিশ সপ্তাহ উপলক্ষে রবিবার রাজধানীর নরসিংগড়স্থিত পুলিশ মাঠে ত্রিপুরা প্রেস ক্লাব হোয়াইট বনাম ত্রিপুরা পুলিশের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল দে, সম্পাদক প্রনব সরকার, ত্রিপুরা পুলিশের ডি.আই.জি ভিএস যাদব। এদিন টসে জিতে আগরতলা প্রেস ক্লাব হোয়াইট টিম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১২ ওভারে ৫২ রান তুলতে সক্ষম হয়, দলের হয়ে মিল্টন ধর সর্বোচ্চ রান করেন, তিনি ২১ বলে ২৫ রান করেন, ওনার ইনিংসে বাউন্ডারি ১টি ও ওভার বাউন্ডারি ছিল ৩টি, এদিকে পুলিশ দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন শক্তি কুমার প্রসাদ উনি ২ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে তুলে নেন ২টি মূল্যবান উইকেট, তাছাড়া বিপিন, লিটন এবং দেবব্রত নেন ১টি করে উইকেট। নির্ধারিত টারগেট পূরনের লক্ষে ব্যাট করতে নেমে ১১.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পুলিশ দল, দলের হয়ে সর্বোচ্চ রান করেন কর্ন সিং রাওয়াত, তাছাড়া প্রেস ক্লাবের হয়ে প্রনব শিল ও চন্দন শিল দুটি করে উইকেট নেন এবং দ্বিপজিৎ ও অলক নেন একটি করে উইকেট। এদিনের প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুদলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service