2024-12-16
agartala,tripura
রাজ্য

যারা দুর্বল তাদেরকে সামনের সারিতে নিয়ে আসাই প্রধান লক্ষ- যীষ্ণু দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার হোক একথা আমরা বিশ্বাস করি যারা দুর্বল আছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা, যে ধর্মের হোক, যে জাতের হোক, যে বর্ণের হোক, যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা শুধু রাজ্য সরকারের নয় কেন্দ্র সরকারেরও দায়িত্ব। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার চার বছরের উন্নয়ন মূলক কাজ করে চলেছে রাস্তা বানানো হয়েছে তাতে হিন্দু মুসলিম সংখ্যালঘু সকল অংশের জনগণ চলাফেরা করবে বলে জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা। শনিবার আগরতলার মেলারমাঠ হজ ভবনে ত্রিপুরা রাজ্য হজ কমিটি সংখ্যালঘু কল্যাণ দপ্তর এর উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ্বোধন করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, সংখ্যালঘু কল্যাণ দফতরের অধিকর্তা দশরথ দেববর্মা, এিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিনসহ অন্যান্যরা। ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা উনার বক্তব্যে রাজ্যের সকল অংশের জনগণের জন্য রাজ্যের বর্তমান সরকার কাজ করছে এবং জাতপাত ধর্ম নির্বিশেষে সকল অংশের জনগণ যাতে এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করছে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service