জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জাতীয় ট্রেড ইউনিয়ন, গণ সংগঠন, বিভিন্ন পেশার কেন্দ্রীয় এবং রাজ্য ফেডারেশন সমূহের যৌথ আহবানে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারী ২০২২ দেশব্যাপি সাধারণ ধর্মঘট। সমস্ত রকম কোভিড বিধি মেনে, রাজ্য ভিত্তিক কনভেনশন এর আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে অনুষ্ঠিত হয় । এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সধারন সম্পাদক শংকর প্রসাদ দত্ত, নারীনেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী, স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন সিই এম রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং স্বতন্ত্র ক্ষেত্রগুলি ফেডারেশন সম্মোহন যৌথ মঞ্চের রাজ্য কমিটি গুলো সব রকম উপায়ে নিরবিচ্ছিন্ন প্রচার চালিয়ে যাবে তার মধ্যে থাকবে রাজনৈতিক কনভেনশন, মানব শৃংখল, মশাল মিছিল, স্বাক্ষর সংগ্রহ অভিযান, এবং আঞ্চলিক ভিত্তিক যৌথ প্রচার ও আন্দোলন। লক্ষ্য থাকবে সাধারণ মানুষের কাছে ভারত সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী,জনবিরোধী কর্পোরেটের মুখী তথা দেশবিরোধী নীতিমালার সৌরভ তুলে ধরা এবং এই নীতিমালার অনুশীলনের ফলে মানুষের জীবন-জীবিকা এবং দেশের অর্থব্যবস্থা কিভাবে ধ্বংসের মুখোমুখি হয় এসে দাঁড়িয়েছে তার সম্বন্ধে মানুষকে অবহিত করা। যৌথ মঞ্চ আগামী 2022 সালের পয়লা ফেব্রুয়ারি যে ধর্মঘটের আহ্বান রেখেছে তার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। এদিনের এই কনভেনশন বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দিয়ে বলেন বর্তমানে দেশে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে করে গরীব শ্রমজীবী কৃষক, মেহনতী মানুষদের অবস্থা খুবই আশঙ্কাজনক। বেকার সমস্যা দারিদ্রতা পাল্লা দিয়ে বাড়ছে তাই এই মুহূর্তে দেশকে বাঁচাতে হলে কেন্দ্রীয় বিজেপি সরকার যে ধরনের বিভাজন এর নীতি প্রয়োগ করে চলেছেন তাতে করে সব অংশের মানুষের আন্দোলনে নেমে আসা একান্ত প্রয়োজন বলে ওনার বক্তব্য তুলে ধরেন। এই দিনের কনভেনশন কে কেন্দ্র করে বাম সংঘটিত দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
অনুষ্ঠিত হল জাতীয় ট্রেড ইউনিয়ন, গণ সংগঠনের রাজ্য ভিত্তিক কনভেনশন
- by janatar kalam
- 2022-01-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this